সিউড়ির বিধায়ক পদত্যাগী চেয়ারম্যানের কোন্দল চরমে
সিউড়ি পৌরসভার পদত্যাগী চেয়ারম্যান প্রনব করের সঙ্গে সিউড়ি বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর কোন্দল চরমে ।
গোরু পাচার মামলায় বর্তমানে তিহার জেলে বন্দি মেয়ে সহ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । অনুব্রতহীন বীরভূম জেলায় বাড়ছে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । যার নবতম সংযোজন সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ । একত্রিশ জুলাই সিউড়ি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রনব কর । পাশাপাশি ছাড়েন পনেরোনং ওয়ার্ডের কাউন্সিলর পদও । দুপুরে সিউড়ি মহকুমাশাসক অনিন্দ্য সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রনব কর ।
সিউড়ি পৌরসভা বর্তমানে তৃনমূলের দখলে । পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের কথা মুখে বললেও মহকুমাশাসককে দেওয়া পদত্যাগপত্রে প্রনব কর লেখেন, "আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত । চিকিৎসক ছয়মাস বেড রেস্টের পরামর্শ দিয়েছেন । সিউড়ি পৌরসভা চরম অর্থনৈতিক সঙ্কটে ভুগছে । সিউড়ি বিধায়ক তহবিল থেকে সাহায্য করা হয়নি । বারবার বলা সত্ত্বেও সিউড়ির বিধায়ক অসহযোগিতা করেছেন । এই অবস্থায় আমার পক্ষে চেয়ারম্যানের পদে থেকে পৌরসভা চালানো কষ্টকর হয়ে গিয়েছে ।" তারপর তড়িঘড়ি কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিংয়ে বসেন সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ ।
প্রনব কর ছাড়া বাকি কুড়িজন কাউন্সিলর উপস্থিত ছিল । চেয়ারম্যান পদত্যাগ প্রসঙ্গে জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "সিউড়ি পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে সেটার সঙ্গে উনি জড়িত তাই তড়িঘড়ি পদত্যাগ । পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষদের ভোট দিতে দেয়নি । মানুষ জাগছে তৃনমূলকে দ্রুত ছুড়ে ফেলে দেবে ।"
বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "বিধায়ক তহবিলে বছরে ষাট লক্ষ টাকা বরাদ্দ ষোলোটি গ্রামপঞ্চায়েত একটি পৌরসভা আছে । তিনবছরে কেন সুন্দর করা হলো না সিউড়ি পৌরসভা ? দলের সিদ্ধান্ত মতো চলছি । অনুব্রত মণ্ডল আমাকে বিধায়ক করেছেন । আমার একার সিদ্ধান্তে কাজ হয় না ।"
সিউড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চ্যাটাজী বলেন, "মিথ্যা অভিযোগ পৌরসভার কোনো কাউন্সিলর দুর্নীতির সঙ্গে জড়িত নয় । পার্টি নেতৃত্বে সব কিছু হয়েছে । সবাই কেষ্টদার কাছের । আগামী আটই আগস্ট বোর্ড মিটিং ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊