সাতসকালে খাঁচা বন্দি চিতা বাঘ উদ্ধার করল বনদপ্তর, চাঞ্চল্য এলাকাজুড়ে 

Leopard Rescue


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


সাতসকালে খাঁচা বন্দি চিতা বাঘ উদ্ধার করল বনদপ্তর, চাঞ্চল্য এলাকাজুড়ে। নাগরাকাটা ব্লকের ভোগতপুর চা বাগানে ৮ নাম্বার সেকশনে। বাগান সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় কয়েকটি চিতাবাঘ আনাগোনা করছিল যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাগানে। 



বাগান কর্তৃপক্ষের তরফে বনদপ্তর এর কাছে খাঁচা পাতার জন্য আবেদন করা হলে এই বাগানেরই 15 নম্বর সেকশনে গত ২২ শে জুলাই খাঁচা পাতা হয় এবং একটি চিতাবাঘ খাঁচা বন্দি হয়। এরপরেও বাগানের চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করছিল বাগান কর্তৃপক্ষ শ্রমিকেরা। তাই পুনরায় ৩১ জুলাই ছাগলের টপ দিয়ে পুনরায় খাচা পাতা হয় বাগানে ৮ সেকশনে। 


আজ সকাল বেলা চা বাগানের শ্রমিকরা যখন কাজ করতে বাগানে যায় গর্জন শুনে সামনে গিয়ে দেখতে পায় খাঁচার মধ্যে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়েছে। 



খবর চাউর হতে প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনকর্মীরা এসে চিতা বাঘটিকে খাঁচা সমেত গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যায় এবং সেখানে সেই চিতা বাঘটিকে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রের খবর।