দূষণ মুক্ত রাজ্য গড়তে পরিবেশ-বান্ধব বাস চালু

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

এবার দূষণ মুক্ত রাজ্য গড়তে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। দূষণের কথা মাথায় রেখে সারা রাজ্য পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।সেই মতো আজ সোমবার বর্ধমান করিমপুর রোডের দুটি সি এন জি অর্থাৎ পরিবেশ বান্ধব বাস চালু করা হলো বর্ধমান উল্লাস বাস স্ট্যান্ড থেকে। 



এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিষ সেন, বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রশন্য লোয়ার,সহ সভাধিপতি গারগী নাহা, এস বি এস টি চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্যরা।



বাস লড়ি ট্যাক্সি ইত্যাদি যানবাহনের কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন গোটা রাজ্য। আর এই কোলো ধোঁয়ার হাত থেকে রাজ্যকে বাঁচাতে এবার পরিবেশ বান্ধব বাস সহ নানা যান বাহন চালানোর সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার।সেই মতো আজ বর্ধমান করিমপুর রোডের দুটি সি এন জি অর্থাৎ পরিবেশ বান্ধব বাস চালু করা হলো। এতে যেমন পরিবেশের পক্ষে ভালো হবে তেমন মানুষেরো উপকার হবে বলে জানান এস বি এস টি সি চেয়ারম্যান সুভাষ মন্ডল। 



সুভাষ মন্ডল বলেন ইতিমধ্যে দূর্গাপুর,কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন রুটে 30 টি সিএনজি বাস চালু করা হয়েছে।আজ বর্ধমান করিমপুর রোডের দুটি পরিবেশ বান্ধব বাস চালু করা হলো।আগামী দিনে গোটা রাজ্যেই এই পরিবেশ বান্ধব বাস চালু করা হবে।




বাধায়ক নিশীথ মালিক বলেন আজ বর্ধমান করিমপুর রোডের দুটি সি এন জি বাস চালু করা হলো। এই পরিবেশ বান্ধব বাস সাতগেছিয়া ধাত্রীগ্ৰাম, হেমাত পুর হয়ে কোলকাতা হয়ে ফের বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডে আসবে। এতে পরিবেশর পাশাপাশি সকল মানুষের ও ভালো হবে।