Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madan Mitra: রাজনীতি থেকে অবসরের পথে প্রাক্তন পরিবহনমন্ত্রী? মদন মিত্রের মন্তব্যে চর্চা

রাজনীতি থেকে অবসরের পথে প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র

Madan Mitra


রাজনীতি থেকে অবসর নেওয়ার পথে রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র ? রবিবার তারাপীঠে পুজো দিতে এসে তাঁর অবসর প্রসঙ্গে মন্তব্যে সেই চর্চা শুরু হয়েছে । যদিও পুরো বিষয়টি দলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন রাজনীতির বর্নময় চরিত্র মদন মিত্র । রবিবার তার নতুন সিনেমা "ওহ লাভলি"র জন্য তারাপীঠে পুজো দিতে আসেন । তারা মায়ের নৈশ ভোগ তিনি বহন করে নিয়ে যান । 



হরনাথ চক্রবর্তীর পরিচালনায় "ওহ লাভলি" ছবিতে মদন মিত্র নিজে অভিনয় করছেন কিন্তু মদন মিত্র তারাপীঠে উপস্থিত থাকবে অথচ রাজনীতি থাকবে না তা কি আর হয় । শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে দলকে বেঁচে দেওয়ার অভিযোগ তোলেন । এনডিএর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও উপায় নেই । সেকথা সর্বভারতীয় রাজনীতিবিদরা বুঝতে পেরেছে বলে মদন মিত্র জানিয়ে দেন । তার অনুমান আগামী লোকসভায় ছয় সাতটা আসন পাবে কিনা সন্দেহ । 



এদিন তিনি তার অবসরের বিষয়ে বলেন । মহেন্দ্র সিং ধোনী,তেন্ডুলকর যেমন অবসর নেয় তেমন তাঁরও মনে হয়েছে কিন্তু দল যা নির্দেশ দেবে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানান । সিনেমার জন্য এসে বীরভূমে চারদিন চালের গুদামে থেকে কি করে কাটিয়েছেন তার অভিজ্ঞতার কথা বলেন । "ওহ লাভলি" সিনেমায় কোনও রাজনৈতিক চরিত্র নেই বলে মদন মিত্র জানান । তৃনমূল বিধায়ক মদন মিত্র বলেন, "একটি মিষ্টি প্রেমের গল্প ওহ লাভলি । আগামী পঁচিশে আগস্ট রিলিজ হবে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code