রাজনীতি থেকে অবসরের পথে প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র

Madan Mitra


রাজনীতি থেকে অবসর নেওয়ার পথে রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র ? রবিবার তারাপীঠে পুজো দিতে এসে তাঁর অবসর প্রসঙ্গে মন্তব্যে সেই চর্চা শুরু হয়েছে । যদিও পুরো বিষয়টি দলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন রাজনীতির বর্নময় চরিত্র মদন মিত্র । রবিবার তার নতুন সিনেমা "ওহ লাভলি"র জন্য তারাপীঠে পুজো দিতে আসেন । তারা মায়ের নৈশ ভোগ তিনি বহন করে নিয়ে যান । 



হরনাথ চক্রবর্তীর পরিচালনায় "ওহ লাভলি" ছবিতে মদন মিত্র নিজে অভিনয় করছেন কিন্তু মদন মিত্র তারাপীঠে উপস্থিত থাকবে অথচ রাজনীতি থাকবে না তা কি আর হয় । শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে দলকে বেঁচে দেওয়ার অভিযোগ তোলেন । এনডিএর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও উপায় নেই । সেকথা সর্বভারতীয় রাজনীতিবিদরা বুঝতে পেরেছে বলে মদন মিত্র জানিয়ে দেন । তার অনুমান আগামী লোকসভায় ছয় সাতটা আসন পাবে কিনা সন্দেহ । 



এদিন তিনি তার অবসরের বিষয়ে বলেন । মহেন্দ্র সিং ধোনী,তেন্ডুলকর যেমন অবসর নেয় তেমন তাঁরও মনে হয়েছে কিন্তু দল যা নির্দেশ দেবে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানান । সিনেমার জন্য এসে বীরভূমে চারদিন চালের গুদামে থেকে কি করে কাটিয়েছেন তার অভিজ্ঞতার কথা বলেন । "ওহ লাভলি" সিনেমায় কোনও রাজনৈতিক চরিত্র নেই বলে মদন মিত্র জানান । তৃনমূল বিধায়ক মদন মিত্র বলেন, "একটি মিষ্টি প্রেমের গল্প ওহ লাভলি । আগামী পঁচিশে আগস্ট রিলিজ হবে ।"