Derek O'Brien Suspended: সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন

Derek O'Brien
Derek O'Brien


মণিপুর ইস্যুতে আলোচনা নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে তুমুল তর্কাতর্কি। মণিপুর ইস্যুতে আলোচনার জন্য আজ সংসদে প্রস্তাব এনেছিল আপ। তারপরেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে চেয়ারম্যানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যান ডেরেক ফলে 'বিশৃঙ্খল' আচরণের অভিযোগে ডেরেককে সাসপেন্ড করা হয় বলে খবর।




মণিপুর ইস্যুতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ডেরেক। তারপরেই বাদল অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। ফলে চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলিতেও তৃণমূল সাংসদ আর সংসদে উপস্থিত থাকতে পারবেন না। মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন।




রাজ্যসভায় অধিবেশনের (Monsoon session of Parliament session ) শুরু থেকেই মণিপুর ইস্যুতে তুমুল উত্তেজনা তৈরি হয় মঙ্গলবার। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ডেরেক ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যে, ধনকড় তাঁর সিট ছেড়ে উঠে দেখান। রীতিমতো আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। ডেরেককে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল। এরপরেই ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ড করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।