Duare Sarkar: ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, এবার থাকবে নতুন দুটি প্রকল্প
রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp)। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকারের কাজ। বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই নবান্নের তরফে এ কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, সপ্তম পর্যায়ের এই দুয়ারে সরকার প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত বিভিন্ন আবেদন করতে পারবেন সাধারণ মানুষ । সেই সাথে ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য। এবারে মোট ৩৫টি পরিষেবা প্রদান করা হবে বলে খবর। এর আগেরবার যেখানে ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। অর্থাৎ এই বছর যুক্ত হচ্ছে আরো দুটি নতুন প্রকল্প।
এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে জানা যাচ্ছে।
দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি আবেদন করা যাবে মাইক্রো ইরিগেশন স্কিম, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে। আবেদন করা যাবে জয় জোহর, তপসিলি বন্ধু, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভান্ডার, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রীর মতো একাধিক প্রকল্পে।
দুয়ারের সরকারের ক্য়াম্প (Duare Sarkar Camp) থেকে কিষাণ ক্রেডিট কার্ড ও মত্স্যজীবী ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্ কার্ডের জন্য আবেদন করা যাবে। পাওয়া যাবে প্রতিবন্ধী শংসাপত্র, বিভিন্ন জাতিগত শংসাপত্র। জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদন করা যাবে। এমনকি আবেদন করা যাবে পাট্টার জন্যও।
তবে ১ মাস ব্যাপী চলা এই কর্মসূর্মচীতে (Duare Sarkar Camp) ছুটির দিনে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে কোনও রবিবারেই আবেদন পত্র গ্রহণ করা হবে না বলেও খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊