INDEPENDENCE OFFER : স্বাধীনতা দিবস উপলক্ষে দূর্দান্ত অফার নিয়ে এলো Jio
Jio এর প্রিপেইড গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio। শুধু আনলিমিটেড কল বা ইন্টারনেট নয়, মিলবে আরও বেশ কিছু সুবিধা। জানুন বিস্তারিত ।
স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার (INDEPENDENCE OFFER) নিয়ে এসেছে Jio। সংস্থার তরফে আনা হয়েছে একবছরের একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে জিও। ৩৬৫ দিনের এই প্ল্যানের মূল্য ২,৯৯৯ টাকা। এতে পাবেন প্রতিদিন ২.৫ জিবি ৫জি ডেটা। মোট ৯১২ জিবি ডেটা। পাবেন অতিরিক্ত আরও ৫ জিবি ডেটা। এখানেই শেষ নয়। বিশেষ এই প্ল্যান রিজার্চ করলে অতিরিক্ত ছাড় পাবেন সুইগিতে। ছাড় মিলবে বিমানের টিকিটেও।
Jio -এর এই প্ল্যান রিচার্জ করলে আপনি পাবেন আরও বেশ কিছু সুবিধা-
এক) সুইগিতে ২৪৯ টাকা বা তার বেশি টাকার অর্ডারে পাবেন ১০০ টাকা ছাড়।
দুই) বিমানের টিকিট বুকিংয়ে পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ছাড়।
তিন) Yatra অ্যাপে দেশের ভিতর হোটেল বুকিংয়ে পেতে পাবেন ১৫ শতাংশ , সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ছাড়।
চার) Ajio অ্যাপে ৯৯৯ টাকার উপরে কেনাকাটায় পাবেন ২০০ টাকা ছাড়।
পাঁচ) রিলায়েন্স ডিজিটাল থেকে কেনাকাটা করলে নির্দিষ্ট কিছু জিনিসে পাবেন ১০ শতাংশ ছাড়।
কীভাবে রিচার্জ করবেন?
১. নিজের ফোনে My Jio অ্যাপটি খুলুন।
২. ক্লিক করুন রিচার্জ ট্যাবে। এরপর বেছে নিন ২.৯৯৯ টাকার প্ল্যানটি।
৩. এবার যে নম্বরে রিচার্জ করতে চান, সেটি অ্যাপে দিন।
৪. পেমেন্ট করুন।
৫. পেমেন্ট করা হয়ে গেলেই অ্যাকটিভেট হয়ে যাবে প্ল্যানটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊