দুর্গাপূজায় কেমন থাকবে আকাশ? বৃষ্টিতে মুছে যাবে নাতো উৎসবের আনন্দ?
খাতায় কলমে ভাদ্রমাস হাজির আর সেই সঙ্গে শুরু হলো শরৎকাল।শরৎকাল পড়া মানেই দূর্গাপুজার কাউণ্টডাউন শুরু। যদিও এখন বঙ্গের আকাশে কালো মেঘের ঘনঘটা , আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই-একেই বৃষ্টির কালো মেঘ সরে দেখা দেবে শরৎ এর নীল আকাশ। শুরু হবে মা দুর্গার আবাহনের প্রস্তুতি। বঙ্গদেশে শুরু হবে উৎসবের ব্যস্ততা।
তবে প্রতি বছরই দূর্গাপুজায় মৌসুমী বায়ু থাকার থাকার কারণে কমবেশি বৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো ভারী বৃষ্টির জলে উৎসবের আনন্দ ম্লান হয়ে যায়। আকাশের সাথে সাথে মুখ ভার হয়ে পড়ে ৮ থেকে ৮০ সকলের।
যদিও এবছর দূর্গাপুজো দেরি করে পড়েছে তাহলে কি এবারে দূর্গাপুজায় মৌসুমী বায়ুর প্রভাব থাকবেনা? হবেনা কোনো বৃষ্টি?
আবহাওয়া দপ্তর সূত্রে যে তথ্য উঠে আসছে তাতে মৌসুমী বায়ু কলকাতা থেকে সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিদায় নিয়ে থাকে। যেহেতু দূর্গাপুজা ২০২৩ সালে অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষ দিকে পড়েছে সেক্ষেত্রে মৌসুমী বায়ু দূর্গাপুজার সময় না থাকার সম্ভাবনা বেশি।
তবে যেহেতু মৌসুমী বায়ু বিদায় পরবর্তী পর্যায়ে এবছর দূর্গাপুজা পড়েছে তাই পোস্ট মনসুন ঘূর্ণিঝড় মরশুমের চরম পর্যায়ে দূর্গাপুজা হবে তাই অবশ্যই একটা আশঙ্কা থাকছে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊