ভাস্কর্য শিল্পী প্রলয় দাস, গ্রামীন জনপদেই শিল্পীর সাধনা 


pralay das


পাপাই মোদক, বাসন্তীরহাট: 

ভাস্কর্য শিল্পী প্রলয় দাস, ছোটোবেলা থেকেই তিনি মূর্তি গরার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত পাঁচ বছর আগে দিনহাটার এক প্রত্যন্ত গ্রামীন এলাকা কোয়ালিদহে  তিনি তার নিজস্ব দোকান তৈরি করেন। দোকান প্রতিষ্ঠিত করার পর উৎসাহী মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।


তার হাতে তৈরি কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এর একটি মূর্তি দিনহাটা হাসপাতালে সামনে স্থাপিত হয়েছে । এছাড়া   বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে তার তৈরি কুমুদিনী দেবীর মূর্তি বিশেষ সাড়া ফেলেছে। 




তবে ভাস্কর্যের কাজ এখনো তেমনভাবে গ্রামীন এলাকায় খুব একটা প্রচলিত না হওয়ায় অপেক্ষায় থাকতে হয় গ্রাহকের অর্ডারের। তাই বলে তার এই কাজ থেমে নেই। চায়ের দোকানের পাশপাশি ভাস্কর্যের কাজ করে চলেন অনবরত।  


এছাড়াও  পূজা মন্ডপ ও পূজোর থিম এর কাজ করে থাকেন তিনি। ২০১৯ সালে মাদারি হাটের কালীপূজায় তার একটি থিম "মহাকাশ অভিযান" বিশেষ সড়া ফেলে দিয়েছিলো।