পেনসনার্সদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোচবিহার শাখায়
কোচবিহারঃ পেনসনার্সদের (pensioners) নিয়ে সাধারণ সভা (General meeting) অনুষ্ঠিত হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) কোচবিহার শাখার (Cooch Behar branch)। শনিবার কোচবিহার ব্রঞ্চের নিজস্ব হল ঘরে এই সভা করা হয়। এদিন প্রায় ১৬১ জন প্রতিনিধি এই বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ম্যানেজার তথা মিটিং সভাপতি নীলিমা চক্রবর্তী, স্টাফ অ্যাসোসিয়েশনের রিজিওনাল সম্পাদক সুব্রত দাস, কলকাতা সার্কেলের সম্পাদক ও সর্বভারতীয় সম্পাদক দীপক বসু, কলকাতা সার্কেলের সভাপতি অশোক দত্ত, কলকাতা সার্কেলের গভর্নিং বডির সদস্য উৎপল দত্ত, পেনসর্ণাস অ্যাসোসিয়নের শিলিগুড়ি মডিউলের জোনাল সম্পাদক কাজল ঘোষ, পেনসর্ণাস অ্যাসোসিয়নের কোচবিহার জেলা সম্পাদক তাপস কুমার মৈত্র, সভাপতি শ্যামল কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা।
ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সভায় আলোচনা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামীদিনে ব্যাংক কিভাবে চলবে, সেই বিষয় গুলি তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊