আস্ত একটি দোকান চুরি দিনহাটায়, ব্যাপক চাঞ্চল্য, ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ 

shop



দিনহাটা:

দিনহাটার ৫ নম্বর ওয়ার্ডের বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় আস্ত একটি খাবারের দোকান চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

(ads1)

ঘটনাস্থলে ছুটে এসেছে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর এবং দিনহাটা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে প্রতিদিনের মতো সংশ্লিষ্ট এই এলাকায় বিশ্বজিৎ সাহা নামের এক ব্যক্তি ও তার স্ত্রী একটি চার চাকা ঠেলা গাড়িতে চাউমিন,মোমো সহ বিভিন্ন খাবার তৈরির দোকান করে আসছেন দীর্ঘ তিন বছর ধরে।

নিত্যদিনের মতো রাতে প্লাস্টিক দিয়ে গাড়িটিকে ঢেকে বাড়ি চলে যান। গত কাল একইভাবে প্লাস্টিক দিয়ে দোকানটি মুড়ে রেখে বাড়ি যান। কিন্তু আজ শনিবার সকালে পার্শ্ববর্তী দোকানদাররা দেখেন সেখানে আস্ত দোকানটি নেই।

(ads2)

তৎক্ষণাৎ তারা খবর দেন বিশ্বজিৎ বাবুকে। বিশ্বজিৎ বাবু দ্রুত সেখানে এসে দেখেন তার আস্ত দোকানটি সেখানে নেই। খবর দেওয়া হয় দিনহাটা পৌরসভা ও দিনহাটা থানায়।

খবর পেয়ে শনিবার দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছায় দিনহাটা পৌরসভার পৌরপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী ও দিনহাটা থানার পুলিশ। পুলিশ পৌঁছে ওই ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সঙ্গে কথা বলেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।