WB Police Recruitment : রাজ্যে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ,আবেদন করুন





WB Police Recruitment :
WB Police Recruitment Board এর পক্ষ থেকে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।


আবেদন করবার আগে জেনেনিন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে প্রভৃতি তথ্য।


পদের নাম
সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট (Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch and Sergeant)।


নিয়োগ
সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের (WB Kolkata Police Recruitment) তরফ থেকে দেওয়া হয়েছে।


শূন্যপদ
১৬৯টি শূন্যপদে কর্মী নিয়োগ (WB Kolkata Police Recruitment) করা হচ্ছে। যেখানে সাব ইন্সপেক্টর পুরুষ ১৫৬ টি, সাব ইন্সপেক্টর মহিলা ৯ টি ও ইন্সপেক্টর পদ ৪টি।

(ads1)

বয়স
বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। ০১/০১/২০২৩ অনুয়ায়ী বয়সের হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা (WB Kolkata Police Recruitment) বয়সের ছাড় পাবেন।


যোগ্যতা
কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরীর জন্য (WB Kolkata Police Recruitment) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ করা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে।


বেতন
Level -10 অনুয়ায়ী প্রতি মাসে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে।



আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।


আবেদন শুরু হবে ২৯ আগস্ট ২০২৩ এবং আবেদন শেষ হবে ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ।


আবেদন ফি
SC/ST প্রার্থীদের 20 টাকা আর বাকিদের দিতে হবে 270 টাকা ।

(ads2)


নিয়োগ পদ্ধতি 
তিনটি ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।


Online Apply Link:– Apply


Notification Link:- Download