Recruitment Scam: গ্রেফতারির ১২ দিন পর জামিন পেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া ৪ শিক্ষক
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া ৪ শিক্ষক অবশেষে জামিন পেল। টাকা দিয়ে টাকা দিয়ে বেআইনি চাকরি পাওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া ৪ শিক্ষক গ্রেফতারির ১২ দিন পর আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে জামিন পেল। শনিবার শর্তসাপেক্ষে তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আলিপুর সিবিআই আদালত।
সূত্রের খবর, ৬ হাজার টাকার বন্ডে এই চার শিক্ষককে জামিন দেয় আদালত। চার শিক্ষক- সাইগর হোসেন, সীমার হোসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল টাকা দিয়ে বেআইনি ভাবে চাকরি পেয়েছে বলেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন।
এই চার ধৃত শিক্ষকের সাথে তাপস মণ্ডলের সাথে যোগাযোগ ছিল বলেই খবর। প্রত্যেকেই টাকা দিয়েই চাকরি পেয়েছে প্রাথমিকে। আদালত সূত্রে খবর, প্রথমে তাঁরা টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা স্বীকার করে নিলেও পরে সেকথা বেমালুম অস্বীকার করেন।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম কোনও শিক্ষক গ্রেফতার হয়েছে। সূত্রের খবর, প্রথম টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা স্বীকার করলে তাঁদের জামিনের আবেদন খারিজ করে জেলে পাঠায় আদালত। গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊