Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির ভিতরেই দ্বন্দ্ব! ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে ফুল দিতে গিয়ে লাথি খেলো প্রাক্তন জেলা সহসভাপতি

বিজেপির ভিতরেই দ্বন্দ্ব! প্রার্থীকে ফুল দিতে গিয়ে লাথি খেলো প্রাক্তন জেলা সহসভাপতি 

Bjp news


আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। হাতেগোনা কয়েক দিন বাকি ধূপগুড়ি বিধানসভার উপ নির্বাচনের। উপনির্বাচনে জিততে মরিয়া প্রত্যেকটি দল। বুধবার রাতে ধূপগুড়ি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার কার্য শুরু করলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। 



আজ জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে রওনা হন বিজেপি প্রার্থী তাপসি রায়। মননোনয়ন জমা দিতে যাবার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশিথ প্রামানিক,দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং জেলা নেতৃত্ব।বিজেপি জলপাইগুড়ি পার্টি কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী। 



বিজেপীর উপ নির্বাচন পার্থী তাপসী রায় বৃহস্পতিবার সকালে ধুপগুড়ির মায়ের স্থান কালী মন্দিরে পুজো দিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে নেতা মন্ত্রীদের নিয়ে নমিনেশন সাবমিট করতে যাওয়ার সময় রাস্তায় প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিতে গিয়ে লাথি খেলো জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন জেলার সহ-সভাপতি। এই সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র। 



এদিন যখন প্রাক্তন জেলা সহ সভাপতি এগিয়ে গিয়ে তাপসী রায়কে ফুল দিচ্ছিলেন তখনই পাশে থাকা একজন তার ওপর হামলা করলে মাটি পড়ে যান তিনি। এরপর মাটিতে পড়তেই লাথি মারতে দেখা যায়। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code