ঢাকের আওয়াজ, গেরুয়া ঝান্ডার মিছিল নিয়ে উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন শহিদের স্ত্রী

shahid wife



বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে সমবেত হয়ে ঢাকের আওয়াজ তুলে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন পুলওয়ামা জঙ্গী হামলায় শহিদ সি আর পি এফ্ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়।


উল্লেখ্য, গত একমাস আগেই অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছিলো বিজেপি বিধায়ক বিষ্ণুপদ বর্মনের।


এরপরেই জাতীয় নির্বাচন কমিশন দেশের অন্যান্য কয়েকটি উপ নির্বাচনের সঙ্গে আগামী ৫ ই সেপটেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ঘোষণা করে।


বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক, সাংসদ, ডা: জয়ন্ত কুমার রায়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী এবং অন্যান্যরা।