তৃণমূল ও সিপিএম সংর্ঘষে রনক্ষেত্র মহম্মদবাজার



বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ তৃণমূল সিপিএম সংর্ঘষ ঘিরে রনক্ষেত্র হয়ে ওঠে মহম্মদবাজার ব্লকের বেহিরা ভেজিনা গ্রাম । বাঁশ,লাঠি, বোমা,হেসো,ঢিল নিয়ে সিপিআইএমের কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  



সিপিএমের ঝর্না বিবি বলেন, "তৃনমূল থেকে আমাদের বের করে দেওয়ায় নির্দল করতাম এখন সিপিএম করি । এখানে সিপিএম জিতেছে । গত রাতে এক টোটোচালক নিখিল রোগী নিয়ে যাওয়ার সময় নিখিলকে মারধর করে তৃনমূলের লোকজন । সকালে তৃনমূলের লোকজন প্রশাসনের সামনে মেরেছে এমন চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ।" 



তৃনমূল সমর্থক জাফিরা বিবি বলেন, "আমরা তৃণমূল করি এখানে সিপিএম জিতেছে । সেই জন্য সিপিএমের লোকজন বলছে আমাদের এখানে থাকতে দেবে না । সকালে বাঁশ,লাঠি, বোমা,হেসো,ঢিল নিয়ে সিপিএমের বীরু খাঁ,আমজাদ খা লোকজন নিয়ে আমার বাড়ী মোটরসাইকেল ভাঙচুর করেছে ।" 



খবর পেয়ে সিউড়ি সদর সিআই কিশোর সিনহা চৌধুরীর নেতৃত্বে মহম্মদবাজার থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। 



তৃনমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন, "পুরানো দিনের সন্ত্রাস মনে করিয়ে দিতে সিপিআইএম অত্যাচার, লুটপাট করছে । সিপিআইএম গ্রামকে নষ্ট করার জন্য এইরকম করছে ।" 



সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বলরাম চ্যাটাজী বলেন, "আমার কাছে কোনো খবর নেই । তৃনমূল নেতৃত্ব বালি,কয়লা জাতীয় সম্পদ নষ্ট করছে লুট করছে ।"