Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়

ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়

TMC candidate


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ: 


রবিবার ধূপগুড়ির বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করল রাজ্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন ডঃ নির্মল চন্দ্র রায়। প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভার বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষনা করেছে কমিশন। আগামী ৫ই সেপ্টেম্বর ভোট। 



জানা গেছে, ডঃ নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের পুরাতন নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়ার কথা ছিল । নির্মল বাবু বর্তমানে ধূপগুড়ির গার্লস কলেজের ইতিহাস বিষয়ের অধ্যাপক। একধারে তিনি রাজবংশী নেতা এবং গবেষক। দীর্ঘদিন ধরে উত্তরাখন্ড আন্দোলন নিয়ে গবেষণা করেছিলেন। 



অন্যদিকে প্রার্থী ঘোষণা হতেই নির্মল চন্দ্র রায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা জমায়েত হন। দলীয় টিকিট দেওয়ার ব্যাপারে তিনি বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং সাধারন মানুষের হয়ে কাজ করব।

তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মনে করছেন আগামী ৫ সেপ্টেম্বর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে ১০০% আশাবাদী বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code