WB Food SI : প্রকাশিত হল Food & Supply -এর বিজ্ঞপ্তি, জানুন সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তারিখ
Food SI Notification
ঘোষনা মতো প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড এন্ড সাপ্লাইয়ে এস.আই. (WB Food SI) পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আগামী ২৩ শে আগস্ট ২০২৩ থেকে শুরু হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ফুড এন্ড সাপ্লাইয়ের এস আই পদে আবেদন গ্রহণ। মোট ৪৮০ টি শুন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
Food SI Notification
যোগ্যতা:
১. মাধ্যমিক পরীক্ষায় বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. প্রার্থীকে বাংলা বা নেপালি ভাষায় লেখা, পড়া ও বলায় দক্ষ হতে হবে।
৩. মাতৃভাষা বাংলা ব্যতীত অন্য প্রার্থীদের বাংলা/ নেপালি জ্ঞান পরীক্ষা করা হবে ব্যক্তিত্ব পরীক্ষার সময়।
4. সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং গ্রামীণ এলাকায় ব্যাপক সফর করার ক্ষমতা থাকতে হবে।
Food SI Notification
শূন্যপদ: 480
[Unreserved – 220, SC – 97, ST – 29, OBC(A) – 48, OBC(B) – 34, PwBD(Blindness & Low
Vision)-05, SC PwBD (Locomotor disability including cerebral palsy, leprosy cured, dwarfism, acid attack
victims and muscular dystrophy) – 04 ,PwBD (Deaf & Hard of hearing)-05, PwBD (Autism, Intellectual
disability, specific learning disability, mental illness & multiple disability)-05, Ex Service Men –24
(Unreserved- 19, SC-05), Meritorious Sportsperson- 09(UR)]
29 (Backlog) [PwBD (Blindness or Low Vision)-10, PwBD (Deaf and Hard of Hearing)-09,
PwBD (Autism, Intellectual Disability, Specific Learning Disability, Mental Illness and Multiple Disabilities) –
10 )]
বয়সসীমা:
প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
Food SI Notification
পরীক্ষার ফি:
পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে ১১০/- টাকা জমা দিতে হবে। এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের কোনোরূপ ফি লাগবে না। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলার বাইরে অন্যান্য রাজ্যের প্রার্থীদের এসসি, এসটি হলেও পরীক্ষার ফি দিতে হবে।
আবেদন শেষের তারিখ: ২০ই সেপ্টেম্বর ২০২৩
ফি জমা দেওয়ার শেষ তারিখ:
অনলাইন: ২০ই সেপ্টেম্বর ২০২৩
অফলাইন: ২১শে সেপ্টেম্বর ২০২৩
Food SI Notification
সেন্টার:
11–কলকাতা, 12–বারুইপুর, 13–ডায়মন্ড হারবা্য, 14–ব্যারাকপুর,
15–বারাসাত, 16–হাওড়া, 17–চিনসুরা , 18–বর্ধমান, 19–দুর্গাপুর,
20–মেদিনীপুর, 21–তমলুক, 22–বাকুড়া, 23–পুরুলিয়া, 24–ঝাড়গ্রাম, 25-সুরি, 26–কৃষ্ণনগর, 27–বহরমপুর, 28-মালদা,29–বালুরঘাট, 30-রায়গঞ্জ,
31-জলপাইগুড়ি, 32-আলিপুরদুয়ার, 33-কোচবিহার, 34-শিলিগুড়ি, 35-কালিম্পং এবং 36-দার্জিলিং।
Food SI Notification
সিলেবাস:
পূর্বের সিলেবাসই রয়েছে কোনোরূপ পরিবর্তন হয়নি। প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিতের ওপর। এরপর ২০ নম্বরের পার্সোনালিটি টেস্ট।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊