Breaking News: বাঁকুড়ার পর এবার কোচবিহার, ৩০ শিক্ষককে তলব করলো CBI
নিয়োগ দুর্নীতি (wb scam) ইস্যুতে এবার বাঁকুড়ার পর কোচবিহারের ৩০ শিক্ষককে তলব করলো সিবিআই। অর্থের বিনিময়ে চাকরি চুরির কাণ্ডে তদন্ত করছে সিবিআই (CBI) । কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে অর্থের বিনিময়ে রাজ্যের কোথায়-কোথায় চাকরি চুরি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই(CBI)। আগস্টেই সমস্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে হাইকোর্টের তরফে। এর আগে মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI) এরপর বাঁকুড়ার সাত শিক্ষক, এবার কোচবিহারের (Coochbehar) ৩০।
জানা যাচ্ছে, ২০১৪ সালে কোচবিহারের (Coochbehar) এই ত্রিশ জন শিক্ষক টেট পরীক্ষায় (WB TET) বসেছিলেন। টাকা দিয়ে চাকরি নিয়েছেন নাকি কোনো গলদ রয়েছে তাঁদের চাকরিতে? তা জানতেই তদন্ত করছে সিবিআই (CBI)। বৃহস্পতিবার নিজাম প্যালেসে এই শিক্ষকদের ডাকা হয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত রকম নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এমনটাই খবর।
এই খবর চাউর হতেই কোচবিহারে (Coochbehar) চাঞ্চল্য। সম্প্রতি গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। বুধবার বাঁকুড়ায় চাকরি পেয়েছেন এমন সাতজনকে তলব করা হয়েছিল। এবার একসঙ্গে কোচবিহারের ৩০ শিক্ষককে তলব। এরাও কি গ্রেফতার হবেন? চলছে জল্পনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊