বলিউডে ব্যর্থ, পাকিস্তানের সবচেয়ে হিট ছবির নায়িকা
ভিডিও জকি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মাহিরা খান। পেয়েছেন জনপ্রিয়তাও। পাকিস্তানের ধারাবাহিক দিয়ে পরিচিতি অর্জন করেন মাহিরা। পাকিস্তানি ছবি দিয়ে কাজ শুরু। ভারতেও মাহিরার অনুগামী ছিল বেশ।
শাহরুখের হাত ধরে বলিউডে পা রাখেন মাহিরা। পরিচিতি বৃদ্ধি পেলেও বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল বলে কানাঘুষো ছিল।
১৯৮৪ সালের ২১ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহন করেন মাহিরা। মাত্র ১৭-এ ক্যালিফোর্নিয়ায় রান পড়াশুনার জন্য। এরপর মাঝপথে পড়াশোনা ছেড়ে আবার পাকিস্তানে ফিরে যান মাহিরা।
পরিবারের অনিচ্ছা অসত্ত্বেও ২০০৭-এ আলি আসকারির সঙ্গে বিয়ে করেন মাহিরা। এক পুত্র সন্তানের জন্ম দেন মাহিরা। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ ঘটে।
২০১১ সালে ‘বোল’ নামের একটি পাকিস্তানি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান মাহিরা। এরপর ২০১৭-এ শাহরুখের হাত ধরে বলিউডে পা রাখেন। রইস ছবিতে অভিনয় করে নজর কাড়েন ভারতীয় দর্শকদের।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসাবে দেখা যায় মাহিরাকে। ২০২২ সালে ‘দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ’, এবং ‘নিলোফার’ ছবিতে শেষ অভিনয় করেন। ‘দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ’ পাকিস্তানের হিট ছবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊