এক ঘন্টার ব্যবধানে দুবার একই জায়গায় রেললাইনের ওপর উঠে এলো জংলি হাতি
ডুয়ার্স, জয়ন্ত বর্মণ
এক ঘন্টার ব্যবধানে দুবার একই জায়গায় রেললাইনের ওপর উঠে এলো জংলি হাতি। দু-বারেই চালকের তৎপরতায় রক্ষা পেল জংলি হাতি। বৃহস্পতিবারের চালসা এবং নাগরাকাটা স্টেশনের মাঝে আপ ক্যাপিটাল এক্সপ্রেসের চালক এস কে মালাকার এবং সহকারী চালক এস সাগর রেললাইনের ওপর একটি জংলি হাতি দেখতে পান।
এরপর ইমারজেন্সি ব্রেক কষে ট্রেন টিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলের ভেতরে প্রবেশ করলে ট্রেনটি ফের একবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
এই ঘটনার ঘণ্টাখানেক বাদেই ওই একই জায়গায় আপ এলটিটি কামাক্ষা কর্মভূমি এক্সপ্রেসের চালক ওয়াই অমিত এবং সহকারী চালক সৌরভ কুমার দেখতে পান লাইনের উপর একটি বিশাল হাতি দাঁড়িয়ে রয়েছে। এই ক্ষেত্রেও ইমারজেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। মিনিট চারেক রেললাইনের ওপরেই দাঁড়িয়ে থাকে হাতিটি। শেষে জঙ্গলের ভেতর হাতিটি প্রবেশ করলে ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
নাগরাকাটা থেকে চালসাগামী এই রেলপথ চাপড়ামারী জঙ্গলের বুক চিরে গেছে। মাঝেমধ্যেই এখানে রেল লাইনের ওপর জংলি হাতি সহ বন্যপ্রাণী উঠে আসে। ট্রেনের ধাক্কায় কিছুদিন আগেই একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। তবে এদিন ট্রেন চালকদের তৎপরতায় দু দুটি দুর্ঘটনা রোখা গেল এ কথা বলাই যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊