Latest News

6/recent/ticker-posts

Ad Code

Chandrayaan 3: বিক্রমের পেট থেকে বেড়িয়ে এল প্রজ্ঞান, দেখুন ভিডিও

Chandrayaan 3: বিক্রমের পেট থেকে বেড়িয়ে এল প্রজ্ঞান, দেখুন ভিডিও 

Chandrayaan 3


বুধবার সন্ধ্যা ৬টা ৩ মিনিট নাগাদ চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম। উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা ভারত। আনন্দ উল্লাসে তখন গোটা দেশবাসী মেতেছে, সারা বিশ্ব যখন ভারতের সাফল্যকে অভিবাদন জানিয়েছে ঠিক তখন কি ঘটেছিল চাঁদের দেশে। জানেন কি? ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেড়িয়ে চাঁদকে ছুঁয়েছে প্রজ্ঞান রোভার‌।



চাঁদের মাটি ছোঁয়ার পর, ল্যান্ডার 'বিক্রম' (Vikram Lander) পৃথিবীতে বার্তা পাঠায়, 'ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও'। লম্বা জার্নির পর চাঁদের মাটিতে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে খুলে যায় দরজা বিক্রমের পেটের ভিতর থেকে চন্দ্রভূমে নেমে পড়ে রোভার 'প্রজ্ঞান'। এই রোভার 'প্রজ্ঞান' চাাঁদের দেশে কাজ করবে আর বার্তা পাঠাবে ইসরোকে।



ল্যান্ডার বিক্রমের থেকে রোভার 'প্রজ্ঞান'কীভাবে বেড়িয়ে এল তা এবার প্রকাশ্যে আনলো ইসরো। ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তাছাড়াও মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রযান প্রত্যাশামতোই কাজ করছে। রোভারের তিনটি পে-লোড ILSA, RAMBHA and ChaSTE বৃহস্পতিবার থেকে সক্রিয় হয়েছে।



RAMBHA-LP চন্দ্রপৃষ্ঠের প্লাজমার ঘনত্ব এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন পরিমাপ করবে। Chandra’s Surface Thermophysical Experiment বা ChaSTE চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি তাপমাত্রাগত বৈশিষ্ট্যের পরিমাপ করবে, এবং Instrument for Lunar Seismic Activity বা ILSA অবতরণ স্থানের চারপাশে কম্পন পরিমাপ এবং চাঁদের মাটি ও আবরণের গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
Chandrayaan 3: বিক্রমের পেট থেকে বেড়িয়ে এল প্রজ্ঞান, দেখুন ভিডিও

Chandrayaan 3: বিক্রমের পেট থেকে বেড়িয়ে এল প্রজ্ঞান, দেখুন ভিডিও #TodayNews #chandrayan3

Posted by Sangbad Ekalavya on Friday, August 25, 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code