আশাকর্মীদের জুতো চটি পেটানোর নিদান আধিকারিকের! বিক্ষোভ প্রতিবাদ- কর্মবিরতির ডাক
রামকৃষ্ণ চ্যাটার্জী, সংবাদ একলব্য:
ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিদান আশাকর্মীদের জুতো চটি পেটানোর। সালানপুর ব্লক হাসপাতাল এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে আজ। আশা কর্মীরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এসে সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের এমন মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েন তুমুল বিক্ষোভে। আশা কর্মীরা ডিস্ট্রিক্ট কোর্ডিনেটরের কাছে দিলেন স্মারকলিপি।
আশা কর্মীরা বিএমওএইচ এর এই মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। যদিও এদিন উপস্থিত ছিলেন না সালানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অভিযুক্ত বিএমওএইচ সুব্রত সিট ।
আশা কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর যতক্ষণ না বিএমওএইচ তাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ তারা নিজেদের কাজে যোগ দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্য দিকে ডিস্ট্রিক্ট আশা কোর্ডিনেটার অমিত গুহ জানিয়েছেন আশাদের দেওয়া এই স্মারকলিপির বিষয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন।
আশা কর্মী চুমকি চ্যাটার্জী ও রেখা নন্দীরা জানিয়েছেন ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে,পর্বতপুর এলাকার একজন শিশুকে টিকা দেওয়া হয়েছিল। সেই টিকা দেওয়ার পর জ্বরে আক্রান্ত হয় ওই শিশুটি।পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বাস্থ্য কর্মীদের গাফিলতির অভিযোগ তোলে। তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা শিশুটির পরিবারের লোকেদের কাছে মার্জনাও চেয়েনেন। এরপর ফের ওই স্বাস্থ্য কর্মীদের ব্লক হাসপাতালে ডেকে অভিযোগকারী পরিবারের সদস্যদের কাছে ফের ক্ষমা চাইতে বলেন বিএমওএইচ। পরিবারের সদস্যদের নিদান দেন স্বাস্থ্য কর্মীদের জুতো মারা ও চটি পেটার। এমনি অভিযোগ বিক্ষোভকারী আশা কর্মীদের।
আশা কর্মীদের অভিযোগ গোটা ঘটনাটি মদ্যপ অবস্থায় সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সুব্রত সিট ঘটিয়েছেন।
যদিও শেষ পর্যন্ত উত্তেজনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসে সালানপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর আশা কর্মীরা তাদের বিক্ষোভ তুলেনেন। তবে আশা কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন বিএমওএইচ ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা কাজ করবেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊