Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্যাশ্রী সন্মান ২০২৩ প্রাপক দিনহাটার সৌমিতাকে সম্বর্ধনা

কন্যাশ্রী সন্মান ২০২৩ প্রাপক দিনহাটার সৌমিতাকে সম্বর্ধনা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের





দিনহাটা

যার ঝুলিতে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার অগুনতি সোনা-রূপা-ব্রোঞ্জের পদক ও সাথে গত ১৪ আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘কন্যাশ্রী সম্মান ২০২৩’ প্রাপক সৌমিতা সেন’কে সম্মাননা জানালো সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন’র ছাত্র-ছাত্রীরা।

সৌমিতার বাড়িতে গিয়ে তাকে চন্দনের ফোঁটা পরিয়ে, মঙ্গলদীপের আশীষ দিয়ে ও শঙ্খ ধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা পত্র দেওয়া হয়।

সৌমিতা বলেন আমার গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা মহাশয় পড়াশোনার সাথে সাথে আমাকে ক্যারাটেতে বেশি উৎসাহ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code