বিলুপ্তপ্রায় টুসু গানকে ফিরিয়ে আনার প্রচেষ্টা

Tusu


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 


বিলুপ্তির পথে পা বাড়ানো টুসু গানকে ফিরিয়ে আনতে ৩দিনের সরকারী কর্মশালা অনুষ্ঠিত হলো বর্ধমান কৃষি খামারে।গত মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল, জেলা সমাজকল্যাণ আধিকারিক শরত কোলে, জেলা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক পূরবিতা চ্যাটার্জ্জী, শিশু সুরক্ষা বিভাগের অফিসার ফাল্গুনী চ্যাটার্জ্জী, বাঁকুড়ার প্রবীণ টুসু শিল্পী তথা প্রশিক্ষক প্রমথনাথ মাহাতো সহ অন্যান্যরা।



এই কর্মশালায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার ৫০ জন টুসু শিল্পী উপস্থিত ছিলেন। এই টুসু গানের সুরে রাজ্য সরকারের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয়েছে।



এদিন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন, রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ৩দিন ধরে এই প্রশিক্ষণ চলে।



হারিয়ে যাওয়া টুসুর মত লোকগানকে ফিরিয়ে আনা, এই শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করে লোকশিল্পীদের তাতে যুক্ত করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে এই গানের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে টুসু গানকে ভিত্তি করে।



বিভিন্ন জায়গায় থেকে আসা রাজ্য সরকারের ভাতা প্রাপ্ত টুসু শিল্পীরা বলেন সামনে দুয়ারে সরকার যে ক্যাম্প হবে তার জন্য তিন দিনের ক্যাম্প করা হয়েছে আজ তার শেষ দিন।এই কর্মশালায় দুয়ারে সরকারের 35 প্রকল্পের গান শেখানো হচ্ছে বলে জানান তারা।