PAK vs NEP: এশিয়া কাপের ইতিহাসে নিজেদের সব থেকে বড় জয় পেল পাকিস্তান

Pak vs Nep


আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক দলনায়ক বাবর আজম। মাত্র ২৫ রানেই দুই ওপেনার ফেরেন প্যাভিলিয়নে। বাবর আজম ও ইফতিকার আহমেদের জোড়া শতরানে ভর করে তারা বিরাট রানের ইনিংস গড়ে তোলে।




পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪২ রান সংগ্রহ করে। ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৫১ রান করে আউট হন পাক দলনায়ক। ওয়ান ডে ক্রিকেটে ১৯তম শতরান করলেন বাবর আজম। টুর্নামেন্টের ইতিহাসে এটি কোনও ক্যাপ্টেনের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ইফতিকার ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরানের রেকর্ড গড়েন ইফতিকার। মহম্মদ রিজওয়ান ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৪ রান করেন। নেপালের সোমপাল কামি ২টি উইকেট নেন। করণ কেসি ও সন্দীপ লামিছানে ১টি করে উইকেট পকেটে পোরেন।




জবাবে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা তেমনভাবে জ্বলে উঠতে পারেনি। মাত্র ২৩.৪ ওভারে ১০৪ রানে অল-আউট হয়ে যায় নেপাল। ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের এটি সব থেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।