Ananta Maharaj: অনন্ত মহারাজের ভাইরাল ভিডিও, মাথা ন্যাড়া করে ঘোল ঢালা উচিৎ, মন্তব্য উদয়নের 

Ananta Maharaj


দিনহাটা: চেয়ারে বসে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ ওরফে কোচবিহারের মহারাজ অনন্ত রায়। আর তার পা টিপে দিচ্ছেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ভিডিও। যা নিয়ে নিন্দার ঝড় কোচবিহারের রাজনৈতিক মহলে। 


(ads1)


আর সেই ভিডিওকে হাতিয়ার করে এবার অনন্ত মহারাজকে একযোগে বিধলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। 


ভন্ড দাবি করে তৃণমূলের এই মন্ত্রী ও বিধায়ক মন্তব্য করেন যে স্বঘোষিত মহারাজ নিজের ছেলের বয়সী একটা ছেলেকে দিয়ে পা টিপে নেয় তিনি নাকি কোচবিহারের মহারাজ হয়ে সাধারণ মানুষের সেবা করবেন এটা হাস্যকর। মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন এর মাথা ন্যাড়া করে ঘোল ঢালা উচিৎ । এরকম ছবি যার বের হয় তার মানুষের সামনে মুখ দেখানো উচিৎ না। 


(ads2)


এই ঘটনার জন্য তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ ও বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উভয়ই অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ ও আক্রমণ করেন।