গাছ কেটে ফেলেছে দুস্কৃতিরা, আজ দিনহাটা সংহতি ময়দানে গাছ লাগালো পুরসভা 

Tree Plantation



দিনহাটা

গতকাল সন্ধ্যায় দিনহাটা সংহতি ময়দানে পরপর ২৭ টি গাছ দুষ্কৃতীদের দ্বারা কেটে ফেলার পর আজ পুনরায় সেই স্থানে গাছের চারা লাগালো দিনহাটা পৌরসভা। এদিন গাছের চারা রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী কাউন্সিলার পার্থনাথ সরকার রমেন বর্মন সহ অন্যান্য কাউন্সিলররা। 



বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী জানান গতকাল সন্ধ্যায় সবার অগোচরে দিনহাটা সংহতি ময়দানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য সকলেই লজ্জিত। চেয়ারম্যান আরো জানান গতকাল সাতাশটি গাছের চারা দুষ্কৃতীদের দ্বারা কেটে ফেলার পর আজ সেই স্থানে পৌরসভার তত্ত্বাবধানে নতুন করে পঞ্চাশের বেশি চারা রোপন করা হলো। 



চেয়ারম্যান সংযোজন করেন এবার সেই গাছের শুধু চারা রোপন করেই নয় পৌরসভা সম্পূর্ণভাবে সেই চারা দেখভালের দায়িত্বে থাকবে। পাশাপাশি তিনি প্রশাসনকে অনুরোধ করেন এবার যারা এই কাজ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে প্রশাসন যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। পাশপাশি এদিন দিনহাটা থানায় পৌরসভার পক্ষ থেকে একটি লিখত অভিযোগ দায়ের করা হয়।