ফের ভারত সরকারের স্বীকৃতি পেল রাজ্য, এবার 'ভূমি সম্মান' ঝুলিতে
ফের ভারত সরকারের স্বীকৃতি পেল রাজ্য, এবার 'ভূমি সম্মান' ঝুলিতে। জেলায় জেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন – জমির নথিভুক্তিকরণ, ভূমি কর সম্পর্কিত মানচিত্র, জমির রেকর্ড ইত্যাদি, ডিজিটালাইজেশনে প্রশংসনীয় কাজের ওপর ভর করেই রাজ্যের ১১টি জেলাকে ভূমি সম্মানে সম্মানিত করলো ভারত সরকার। বাংলার ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’ দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি।
জানা যাচ্ছে এদিন দেশের মোট ৭৫টি জেলাকে এই সম্মান দেওয়া হয়েছে যার মধ্যে ১১টি জেলাই বাংলার। বাংলার হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া-সহ ১১টি জেলাকে সম্মান দিল রাষ্ট্রপতি। এই সম্মানে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শুভেচ্ছাও জানান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, 'আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে GoWB সরকার থেকে মর্যাদাপূর্ণ 'ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার' জিতেছে। ভূমি রেকর্ডের আধুনিকীকরণে আমাদের অসামান্য কৃতিত্বের জন্য ভারতের 'সেরা রাজ্য'।
বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিও আধুনিকায়নের জন্য জেলা স্তরের পুরস্কার জিতেছে।
আমাদের সরকার সর্বদা স্বচ্ছতার স্বার্থে এবং বাংলার জনগণকে আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য সরকারী রেকর্ডগুলিকে আধুনিকীকরণ ও ডিজিটালাইজ করার চেষ্টা করেছে।
যারা বাংলাকে আবারও গর্বিত করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই!'
প্রসঙ্গত, বিরোধী দলগুলির অভিযোগ ও সমালোচনাকে উড়িয়ে ফের দেশের সেরা সম্মান পেল বাংলা। একদিকে বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা অন্যদিকে বিধানসভার বিরোধী দল বিজেপির সমালোচনা সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এই সম্মান পেল বাংলা। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান নেন পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রের তরফে তাই এই জেলাগুলি ‘প্ল্যাটিনাম জেলা’র তালিকায় স্থান পেয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি দফতর ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কারের ‘পাবলিক প্ল্যাটফর্ম’ বিভাগে প্ল্যাটিনাম পুরস্কার দিয়েছে বাংলাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊