বাংলার ভোট হিংসায় সিবিআই তদন্তের দাবি বিজেপির 

Press meet


রাজ্য পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে বেনজির আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনে হিংসার চিত্র খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশংকর প্রসাদের নেতৃত্বে আসা ফ্যাক্ট ফাইন্ডিং দিল্লী ফিরে রিপোর্ট জমার আগে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ঘিরে ঘটা হিংসা নিয়ে।



সেই সাংবাদিক বৈঠক থেকে রবিশংকর প্রসাদ ভোট হিংসার তদন্তে হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানান। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। পাশাপাশি রিপোর্টের সব তথ্য সাংবাদিকদের সামনে তুলেও ধরেন তিনি।



তোপ দাগেন রাজ্য নির্বাচন কমিশনকেও। তিনি বলেন, “কলকাতা হাই কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে। রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে চলে গেল। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা বেদনাদায়ক।” ভোট ‘হিংসা’য় হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এবং বিস্ফোরণে NIA তদন্তের সুপারিশও করে ওই কমিটি।