Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB School News: স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

WB School News: স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

WB School News



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। গরমের ছুটির পরই স্কুল খুলতেই নয়া পরিকল্পনা।গ্রীষ্মকালের তীব্র গরম থাকার কারনে প্রায় দু'মাস সরকারি,বেসরকারী স্কুল ছুটির দিন ঘোষণা করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা পর্ষদ ।

মাত্রাতিরিক্ত সময় ধরে স্কুল বন্ধ থাকার কারনে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে সমস্যা দেখা দিয়েছিল। স্কুলের ছাত্র-ছাত্রীদের, পড়াশোনার ক্ষেত্রে সিলেবাস অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। সেই কারণেই রাজ্য সরকারের শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারী করা হয়।

রাজ্য শিক্ষাদপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে স্কুলের কিছুটা সময়সীমা বাড়িয়ে যাতে পঠন পাঠন করানো হয় তাহলে পরীক্ষার পূর্বে সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হবে। রাজ্য সরকারের নির্দেশিকা পাওয়ার পরই ক্লাসের সময়সীমা আরো বাড়িয়ে দেয় বিদ্যার্থী ভবন বয়েস উচ্চবিদ্যালয়।

বর্ধমানের বিদ্যার্থী ভবন বয়েস হাইস্কুলে প্রধান শিক্ষক অজয় কুমার দত্ত বলেন এবছর অতিরিক্ত গরম থাকার কারনে প্রায় দু মাসের মতো স্কুল বন্ধ ছিলো। অতিরিক্ত সময় ধরে স্কুল বন্ধ থাকার কারনে সময় মতো সিলেবাস সম্পূর্ণ করা যায়নি। মধ্য শিক্ষ্যা পর্ষদ অনুরোধ জানিয়েছিলো সামার ভেকেশনের পর স্কুল খোলার পর অতিরিক্ত সময়ে একটি ক্লাস করার জন্য। সেই মতো সিলেবাস সম্পূর্ণ করার জন্য একটি করে ক্লাস বাড়িয়ে আমরা ৩০ মিনিট সময় বৃদ্ধি করেছি। সোম থেকে শুক্রবার পর্যন্ত সারে চারটের পরিবর্তে পাঁচটা পর্যন্ত ক্লাস করা হচ্ছে। প্রতিদিন আটটা সাবজেক্টের পরিবর্তে নটি করে ক্লাস করা হচ্ছে।

ইংরেজিতে শিক্ষক তথা সিনিয়র মোস্ট টিচার্স রিপ্রেজেন্টেটিভ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পার্থ প্রতিম দেবনাথ বলেন দীর্ঘায়িত গরমের ছুটির কারনে স্কুলের ছাত্রদের পঠন পাঠন ব্যাপকভাবে ব্যাহত হয়। পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে স্কুল কমিটি এবং গার্জিয়ানদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় একটি করে ক্লাস বাড়ানোর । সকলের সম্মতিক্রমে সোম থেকে শুক্রবার পর্যন্ত নটি করে সাবজেক্ট নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code