Anju Nasrullah Love Story : ভারতের অঞ্জু কি সত্যিই পাকিস্তানের প্রেমিককে বিয়ে করলেন, নাকি গুজব !


Nasrullah and Anju




প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে আসা খবর অনুযায়ী, নাসরুল্লাহকে (Nasrullah) বিয়ে করেছেন অঞ্জু (Anju)। উভয়েই জেলা আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এ সময় অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করেন। মালকুন্ড ডিভিশনের ডিআইজি নাসির মাহমুদ দস্তি নিশ্চিত করেছেন যে অঞ্জু ও নাসরুল্লাহ (Anju Nasrullah Love Story) বিয়ে করেছেন। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, জেলা ও দায়রা জজ ডিআইজি মালকুন্দের আদালতে দুজনেই বিয়ে করেন।



ভাইরাল হওয়া হলফনামায় লেখা রয়েছে- নাম- ফাতিমা, পিতা- প্রসাদ, ঠিকানা- আলওয়ার, রাজস্থান, ভারত... আমি হলফনামায় ঘোষণা করছি যে আমার পূর্বের নাম ছিল অঞ্জু, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। আমি স্বেচ্ছায়, কোন প্রকার চাপ ছাড়াই, নিজের ইচ্ছায় আনন্দের সাথে ইসলাম গ্রহণ করেছি, যাতে কোন জবরদস্তি নেই। আমি, নাসরুল্লাহ, সু/ও গুল মওলা খান, ঠিকানা- দির, খাইবার পাখতুনখাওয়া, তাকে ভালবাসি এবং আমার দেশ ভারত থেকে পাকিস্তানে এসেছি। আমার নিজের ইচ্ছায়, আমি শরীয়ত-ই-মুহাম্মাদী মোতাবেক সাক্ষীদের সামনে 10 তোলা স্বর্ণের যৌতুকে নাসরুল্লাহকে বিয়ে করেছি এবং নাসরুল্লাহ এখন আমার শরীয়ত ও বৈধ স্বামী। আমি আমার ইচ্ছানুযায়ী নাসরুল্লাহকে বিয়ে করেছি। এটি আমার বক্তব্য যা সত্য ও সঠিক এবং এতে অন্য কিছু গোপন রাখা হয়নি।




ভারত থেকে পাকিস্তানে পৌঁছানো অঞ্জু ও নাসরুল্লাহর বিয়ের খবর সামনে আসতেই ভাইরাল হয়েছে তাদের প্রিওয়েডিং ভিডিও। যাতে অঞ্জু এবং নাসরুল্লাহ একে অপরের হাত ধরে খুব রোমান্টিক ভাবে দেখা যায়। এই ভিডিওগুলি দেখে মনে করা হচ্ছে এটি বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুট।


ভিডিওটি ড্রোন দিয়ে তোলা হয়েছে। ভিডিওতে অঞ্জুকে কখনও রিল বানাচ্ছেন আবার কখনও নাসরুল্লাহর হাত ধরে তাকাতে দেখা যাচ্ছে। ভিডিওটি কোনো ছবির দৃশ্যের চেয়ে কম মনে হচ্ছে না।


একদিকে পাকিস্তান থেকে আসা সীমা হায়দারকে নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা। অন্যদিকে ভারত থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়ে অঞ্জুর বিয়ে করা।


যদিও কিছু সংবাদ মাধ্যমে আবার দাবী করা হচ্ছে- আঞ্জু জানিয়েছেন, "আমি কোনো নিকাহ করিনি। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে ফাতেমা নাম রাখার বিষয়টি গুজব।" আঞ্জু বলেন, "আমি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি।"