Kiara Advani: দেশি বার্বি লুকে নজর কাড়লো কিয়ারা, শ্বাশুড়িকে দেখে দিলেন ফ্লায়িং কিস 

Kiara Looks Marvelous In Bold Pink



নয়াদিল্লি: FDCI-এর Hyundai India Couture Week 2023-এর উদ্বোধনী শোতে র‍্যাম্পে আগুন জ্বালালেন অভিনেত্রী কিয়ারা (Kiara Advani) ।

কিয়ারা আদভানি তার দেশী 'বার্বি' লুক দিয়ে সকলের মন জয় করে নেয় । বিখ্যাত ডিজাইনার ফাল্গুনী এবং শেন ময়ূরের শোস্টপার হিসাবে এদিন র‍্যাম্পে হাঁটেন কিয়ারা (Kiara Advani)।

Kiara Looks Marvelous In Bold Pink

কিয়ারার অত্যাশ্চর্য 'বার্বি' লুকে একটি চকচকে গোলাপী স্লিট স্কার্ট রয়েছে যা একটি ম্যাচিং ব্লাউজের সাথে যুক্ত। একটি নরম, সূক্ষ্ম মেকআপ শৈলীর সাথে তার পোশাকের এই কম্বিনেশন তার প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল।

Kiara Looks Marvelous In Bold Pink


যদিও 'এক ভিলেন' হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রা উপস্থিত ছিলেন না, তবে তার মা অর্থাৎ কিয়ারার শ্বাশুড়ি উপস্থিত ছিলেন। তিনি মঙ্গলবার কিয়ারার জন্য গর্ব ও প্রশংসা প্রকাশ করেন।

কিয়ারা, তার দেশি বার্বি লুকে শুধু উপস্থিত দর্শকদের মন জয় করেননি তার মোহনীয়তা দিয়ে সিদ্ধার্থের মাকেও জয় করেছেন। এদিন র‍্যাম্পেই শাশুড়িকে দেখে ফ্ল্যায়িং কিস দেন কিয়ারা।