Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: ফের নির্বাচন একাধিক বুথে! বিজ্ঞপ্তি দিল কমিশন

Panchayat Election: ফের নির্বাচন একাধিক বুথে! বিজ্ঞপ্তি দিল কমিশন

Panchayat Election



রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে অশান্তির চিত্র ফুটে উঠেছে। কোথাও কোথাও ছাপ্পা ভোট, ভোটলুটের অভিযোগ উঠেছিল। এরপর ১০ই জুলাই রাজ্যের একাধিক বুথে হয় পুনর্নির্বাচন। এবার ফের পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি দিল রাজ্য নির্বাচন কমিশন। 



হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের ওই ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে ওই ১৫টি বুথে ফের নির্বাচন হবে। এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে। আরও পড়ুনঃ  ঈশ্বরেই ভরসা ইসরোর !



রাজ্য পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। ব্যালট পেপার চুরি যাওয়ার অভিযোগ ওঠা সাকরাইলের ১৫টি বুথের ভোট বাতিল করলো কমিশন। নির্বাচন মিটে যাওয়ার পরে ফের নির্বাচনের ঘোষনা দিল নির্বাচন কমিশনার রাজীব সিনহা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code