Urvashi Rautela: প্রতি মিনিটের জন্য ১ কোটি টাকা চাইলেন উর্বশী !


Urvashi Rautela
Urvashi Rautela



ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর কথা বললে অবশ্যই নাম আসবে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট কিংবা দক্ষিণের সুন্দরী সামান্তা বা নয়নতারার। কিন্তু শুনলে অবাক হবেন, প্রতি মিনিটের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক পেতে যাচ্ছেন এক অভিনেত্রী, যিনি এঁদের মধ্যকার কেউ নন।




জনপ্রিয় তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। আর সেটা হলে তিনিই হবেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।


Urvashi Rautela
Urvashi Rautela


২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় অভিনয় করে বলিউডে নাম লেখান এক সময়ের মডেল উর্বশী রাওতেলা (Urvashi Rautela)। এরপর তাকে আর পিছু তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি আইটেম গানে জমকালো পারফরমেন্স দিয়ে দর্শক হৃদয় কাঁপিয়ে দেন।



উর্বশী (Urvashi Rautela) তিন মিনিটের আইটেম গানে নাচার জন্য তিন কোটি টাকা দাবি করেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি টাকা!

Urvashi Rautela
Urvashi Rautela


‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও ‘এজেন্ট’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তিনি। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে দুই কোটি টাকা নেন উর্বশী। এরপর বিভিন্ন সিনেমা থেকে প্রস্তাব আসতে থাকে। তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর একটি সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন উর্বশী (Urvashi Rautela)। ওই সিনেমায় কাজ করবেন তেলেগু অভিনেতা রাম পথিনেনি।




বয়াপতি শ্রীনুর তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। সিনেমাটির পোস্টারও এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখনো সিনেমার নাম ঠিক করা হয়নি। আগামীতে ‘পুষ্পা ২’ এর আইটেম গানেও দেখা যাবে তাকে।