লক্ষ্য ২০২৪, বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক, বিজেপির দুই শরিকের উপস্থিত থাকার সম্ভাবনা
লক্ষ্য ২০২৪। ২০২৪-কে পাখির চোখ করে দ্বিতীয় বৈঠকে বসতে চলেছে বিরোধী দল গুলি। কংগ্রেসের আহ্বানে কর্ণাটকের বেঙ্গালুরুতে আগামী ১৭ ও ১৮ই জুলাই বসতে চলেছে বিরোধী দলের দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে কংগ্রেস ও আপের টানাপোড়নে বিরোধী ঐক্য নিয়ে একটা প্রশ্ন ছিলই। কিন্তু দ্বিতীয় বৈঠকের আগে সূত্রের খবর আরও আট দল বিরোধী শিবিরে হাত মেলাতে চলেছে।
বিহারের পটনায় বিরোধীদের মেগা বৈঠকের পর, ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় বৈঠকেও যোগ দিতে চলেছেন বেঙ্গালুরুতে। সূত্রের খবর, এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, আইইউএমএলস কেরল কংগ্রেস (জোশেফ) ও কেরল কংগ্রেস (মণি) বিরোধী বৈঠকে যোগ দিতে পারে।
বৈঠকে যোগ দেবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধীও। বিরোধীদের পরবর্তী ঐক্য বৈঠকে যোগ দেওয়ার জন্য শীর্ষ রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরুতে আগামী ১৭ জুলাই বৈঠক হবে রাতে ডিনারের ব্যবস্থা থাকবে এরপর ১৮ই জুলাই ফের বৈঠক হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊