Mamata Banerjee: '২৪-এ জন্ম নেবে নতুন ইন্ডিয়ার', একুশের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী
আজ একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। আর সেই শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪-এ দিল্লীতে পরিবর্তনের ঠিক দিলেন। পাশাপাশি বিজেপি বিরোধী নয়া জোটের জোরালো আওয়াজ তুললেন। I.N.D.I.A জোট গঠনের জন্য ধন্যবাদ জানান জোট শরিক ২৬টি দলকে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইন্ডিয়া জোট তৈরি হওয়ায় আমি খুশি। যা কিছু আন্দোলন হবে, সবটাই হবে জিতেগা ভারত এই ব্যানারে। ইন্ডিয়া লড়বে, পাশে তৃণমূল সৈনিকের মত দাঁড়িয়ে থাকবে।" মমতার সাফ বার্তা, 'আমরা চেয়ারকে কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের দরকার নেই। আমাদের লক্ষ্য দেশ থেকে বিজেপিকে হঠানো। ঘরে ঘরে একটাই ডাক, মোদী হঠাও। ২৪-এ জন্ম হবে নতুন ইন্ডিয়ার।'
একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন চব্বিশে দিল্লিতে পরিবর্তনের লক্ষ্যে সুর চড়ান ইন্ডিয়ার হয়ে, ঠিক তেমনই মণিপুরে হিংসা নিয়েও তীব্র আক্রমণে বিঁধলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে ২৬টি দল নিয়ে এনডিএ এর বিরোধী জোটের নামকরণ হয়েছে। প্রথম বৈঠক হয় বিহারে। নয়া জোটের নাম I.N.D.I.A। সেই জোটের শরিক তৃণমূল কংগ্রেস। বিহার ও বেঙ্গালুরুতে জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়।
একুশের মঞ্চে দাঁড়িয়ে এদিন ২৪-এর লোকসভায় নয়া জোটকে নিয়ে বার্তা দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊