একশো দিনের কাজের বকেয়ার প্রসঙ্গ টেনে নয়া 'খেলা হবে' কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee




একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে চব্বিশে দিল্লিতে পরিবর্তনের আরও জোরালো আওয়াজ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোট শরিক ২৬টি দলকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কেন্দ্রকে সড়িয়ে নেওয়াই যে মূল লক্ষ্য তা স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিন একুশের মঞ্চে থেকে মনিপুর কাণ্ড নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তোপ দাগেন, 'বেটি বাঁচাও স্লোগান দিয়ে বেটিকে জ্বালানো হচ্ছে। মণিপুর জ্বলছে, সারা দেশ জ্বলছে। মহিলাদের ইজ্জত লুঠ করা হচ্ছে।' হুঁশিয়ারি দেন, ' মহিলাদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করলে আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ছুঁড়ে ফেলবে।'



এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চব্বিশের লোকসভা ভোটে এই 'ছুঁড়ে ফেলা'র প্রসঙ্গেই মমতা ঘোষণা করেন নয়া 'খেলা হবে' কর্মসূচির। একশো দিনের কাজের বকেয়ার প্রসঙ্গ টেনেই এই নয়া 'খেলা হবে' কর্মসূচির ঘোষণা করেন মমতা।



এদিন ১০০দিনের টাকা বকেয়া নিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, পরপর ৫ বার সেরা হওয়া সত্ত্বেও ১০০দিনের কাজের টাকা বকেয়া রাখা হয়েছে। গরিব খেটে খাওয়া মানুষদের ৭০০০ কোটি টাকা দেয়নি। বাংলা নিজেই একশো দিনের কাজ করাবে বলে ঘোষনা করেন তিনি। বাংলার সরকারের টাকাতেই হবে ১০০ দিনের কাজ। ৪০-৫০দিনের কাজ করাবে বাংলা। আর এই কর্মসূচির নাম দেন খেলা হবে।



পাশাপাশি, রাজ্যের টাকায় আরও বেশ কয়েকটি ওল্ডেজ পেনশন চালুর ভাবনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।