Abhishek Banerjee: একুশের মঞ্চে থেকে ২রা অক্টোবর 'দিল্লী চলো'র ডাক অভিষেক বন্দোপাধ্যায়ের

Abhishek Banerjee


একুশের মঞ্চে থেকে দিল্লী চলোর ডাক দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন একুশেরর মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের কাছে ২রা অক্টোবর দিল্লী যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা দিল্লী যাবেন তো? নিজের অধিকারের লড়াই লড়বেন তো? একুশের সমাবেশে অভিষেকের সেই ডাকে সাড়া দিল তৃণমূল কর্মী সমর্থকরা।


২১-শের মঞ্চ থেকে হুঙ্কার করে অভিষেক বলেন, আগামীদিনে বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনবে। অভিষেক আরও বলেন, আমরা ১০০ দিনের টাকা দিল্লির বুক থেকে টেনে আনবো। বাংলার প্রতি যে ধারাবাহিক নিপিড়ন, শোষণ, বঞ্চনা, অপমান- সেই বকেয়া বুঝে নিতে দিল্লি যাবেন তো! 


তিনি বলেন, একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২ লক্ষ ৬৪ হাজার জব কার্ড হোল্ডার যাদের জীবিকা নির্ভর করে ১০০ দিনের কাজের উপর। সেই পাওনা টাকা ফেরত আনতে আমরা ২রা অক্টোবর নিজের অধিকার ছিনিয়ে আনতে দিল্লী চলোর ডাক দিচ্ছি।