তৃনমূল কার্যালয় ঘেরাও এলাকাবাসীদের

TMC office


বাইশে জুলাই শনিবার বিকালে বোলপুর পৌরসভার আঠারো নং ওয়ার্ড কাশিমবাজারে তৃণমূলের কার্যালয় ঘেরাও করলো এলাকার বাসিন্দারা। তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। কাউন্সিলার অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে ভোগ করতে চাওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এরপরেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ঘেরাও করে এলাকাবাসীরা। 



স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সাল থেকে কাশিমবাজারে একটা খাসজমি আছে সেখানে বিকালে এলাকার কচিকাঁচারা খেলাধুলা করে । আঠারোনং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ওরফে চাঁদ সরকার সেই খাসজমি দখল করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে স্থানীয় বাসিন্দাদের মারধর করে কাউন্সিলরের লোকজন বলে অভিযোগ। প্রতিবাদীদের পুলিশে দেওয়ার হুমকি দেয় কাউন্সিলর বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । 



ফলস্বরূপ তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এলাকা রনক্ষেত্র হয়ে উঠে । যদিও কাউন্সিলর তাপস সরকার বলেন, "বিজেপির কিছু ছেলে উস্কানি দিয়ে ঝামেলা করছিল । কাউকে মারধর করা হয় নি । ওই খাসজমিতে জলপ্রকল্প হবে যাতে বোলপুর শহরের জলকষ্ট কমে যায় ।"