Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা, ১৭ যাত্রীর মৃত্যু,  আহত ৩৫

Bus Accident



ঢাকা: বাংলাদেশ থেকে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া গেছে (Bangladesh Bus Accident)। বাংলাদেশের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি বাস পুকুরে পড়ে তিন শিশুসহ অন্তত ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। দুর্ঘটনার জন্য চালকের গাফিলতিকেই দায়ী করেছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। তারা আরো বলেন, বাসটিতে যাত্রীর উপচে পড়া ভীর ছিলো।

সংবাদ সংস্থা এএনআই বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারকে উদ্ধৃত করে বলেছে যে বাসার স্মৃতি পরিবহন নামের   বাসটিতে 52 জন ধারণক্ষমতা অথচ 60 জনেরও বেশি লোক ছিল। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে সকাল ৯টায় ছেড়ে সকাল ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দায় রাস্তার পাশের পুকুরে পড়ে।

বেঁচে যাওয়া সেই বাসের যাত্রী এমডি মোমিন বলেন, 'ভান্ডারিয়া থেকে বাসে উঠেছিলাম। বাসে যাত্রী ভর্তি ছিল। তাদের কেউ কেউ করিডোরে দাঁড়িয়ে ছিল। দেখলাম ড্রাইভার সুপারভাইজারের সাথে কথা বলছে। হঠাৎ বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনার কবলে পড়ে।

মোমিন আরও বলেন, 'সব যাত্রীই বাসের ভেতরে আটকা পড়েছিলেন। ওভারলোডের কারণে বাসটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। আমি কোনোভাবে বাস থেকে নামতে পেরেছি।

বরিশাল বিভাগীয় কমিশনার এমডি শওকত আলী নিশ্চিত করেছেন যে ঘটনাস্থলেই 17 জন মারা গেছে এবং বাকি আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, নিহতদের বেশির ভাগই পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ও ঝালকাঠির রাজাপুর এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত বাংলাদেশে বাস দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) এর তথ্য অনুসারে, শুধুমাত্র জুন মাসে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 562 জন নিহত এবং 812 জন আহত হয়েছেন।

ঢাকা ট্রিবিউন এর তথ্য অনুসারে, সারাদেশে ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছে, যা মোট মৃত্যুর ৩৩.৭৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, এতে ৭৮ জন নারী ও ১১৪ জন শিশু ছিল।