বিস্ফোরক উদ্ধারে তৃণমূল প্রার্থীকে গ্রেপ্তার এনআইএ-র

TMC candidate arrested



সোমবার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বীরভূম জেলার নলহাটি একনং ব্লকের বানিওড় গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে গ্রেপ্তার করলো এনআইএ । দুইবার নোটিশ দিয়ে ডাকা হয়েছিল কিন্তু উপস্থিত হয়নি তৃণমূল প্রার্থী । এরপরেই আজ এই গ্রেফতারি। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে আসে জাতীয় তদন্তকারী সংস্থা। বীরভূমে গিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণে বিস্ফোরকের ভাণ্ডার। 



প্রসঙ্গত উল্লেখ্য, গোপনসূত্রে খবর পেয়ে নলহাটি একনং ব্লকের বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজ ঘোষের অফিস রাজলক্ষ্মী এন্টারপ্রাইজে আঠাশে জুন সকাল সাতটা থেকে তল্লাশি করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । দুপুর সাড়ে তিনটে পর্যন্ত চলে তল্লাশি । পরিত্যক্ত ঘর থেকে একটি দেশী পিস্তল,চারটে কার্তুজ,একশো তিরিশ জিলোটিন স্টিক,একটি নজর ক্যামেরার ডিভিআর,পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ । মনোজের হিসাব নিকাশ অফিস সিল করে দিয়েছে এনআইএ।অভিযানের খবর পেয়ে এলাকা ছেড়েছিল মনোজ । 



জানা গিয়েছে, এদিন নলহাটি থানায় ডেকে বীরভূমের এই তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করে NIA। তাঁকে আগামীকাল NIA বিশেষ আদালতে তোলা হবে। এদিনই অভিযুক্ত মনোজকে কলকাতা আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের এর পরই গ্রেফতার করা হয় তাঁকে।