Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election: রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে ভোটলুট ও মৃত্যুতে অভিনব প্রতিবাদ বিজেপির

রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে ভোটলুট ও মৃত্যুতে অভিনব প্রতিবাদ বিজেপির

Birbhum news




রাজ্যজুড়ে ভোট লুট,হত্যা, সন্ত্রাসের বাতাবরণ তৈরী করে গণতন্ত্রের উৎসবকে জঙ্গলরাজে পরিণত করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে বীরভূম জেলার প্রশাসনভবনের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি । খালি গায়ে অবস্থান বিক্ষোভে বসে বিজেপিকর্মীরা। ডুগডুগি বাজিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা । 



ধ্রুব সাহা বলেন, "গনতন্ত্রের নামে ভোট লুট হত্যা করেছে তৃণমূল তাতে সাহায্য করেছে পুলিশ । প্রশাসন উলঙ্গ হয়ে গিয়েছে তাই বিজেপির কার্যকর্তারা খালি গায়ে অবস্থান বিক্ষোভে বসেছে । খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রামপঞ্চায়েতের ময়নাডাল গ্রামে গ্রামবাসীদের নামে ৩০৭ ধারায় মামলা করেছে পুলিশ । ময়নাডাল গ্রাম জনমানবশূন্য ।"



তিনি আরো বলেন তৃনমূল জিততে পারবে না বলে আবার বীরভূম জেলার চোদ্দোটি বুথে পুনঃনির্বাচন করাচ্ছে । প্রশাসন নিরপেক্ষ না হলে আগামীদিনে বীরভূম জেলায় আগুন জ্বালবে আর তারজন্য দায়ী থাকবে প্রশাসন ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code