রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে ভোটলুট ও মৃত্যুতে অভিনব প্রতিবাদ বিজেপির
রাজ্যজুড়ে ভোট লুট,হত্যা, সন্ত্রাসের বাতাবরণ তৈরী করে গণতন্ত্রের উৎসবকে জঙ্গলরাজে পরিণত করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে বীরভূম জেলার প্রশাসনভবনের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি । খালি গায়ে অবস্থান বিক্ষোভে বসে বিজেপিকর্মীরা। ডুগডুগি বাজিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা ।
ধ্রুব সাহা বলেন, "গনতন্ত্রের নামে ভোট লুট হত্যা করেছে তৃণমূল তাতে সাহায্য করেছে পুলিশ । প্রশাসন উলঙ্গ হয়ে গিয়েছে তাই বিজেপির কার্যকর্তারা খালি গায়ে অবস্থান বিক্ষোভে বসেছে । খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রামপঞ্চায়েতের ময়নাডাল গ্রামে গ্রামবাসীদের নামে ৩০৭ ধারায় মামলা করেছে পুলিশ । ময়নাডাল গ্রাম জনমানবশূন্য ।"
তিনি আরো বলেন তৃনমূল জিততে পারবে না বলে আবার বীরভূম জেলার চোদ্দোটি বুথে পুনঃনির্বাচন করাচ্ছে । প্রশাসন নিরপেক্ষ না হলে আগামীদিনে বীরভূম জেলায় আগুন জ্বালবে আর তারজন্য দায়ী থাকবে প্রশাসন ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊