I.N.D.I.A.: কি হল বিরোধীদের নতুন জোটের নাম
মিশন ২০২৪-এ বেঙ্গালুরুতে ২৬টি রাজনৈতিক দলের মেগা বৈঠক শেষে বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের মন্তব্যে স্পষ্ট হচ্ছে বিরোধীরা লড়াই করতে একজোট হচ্ছেন। ২০২৪-এর লোকসভা ভোটের লড়াই যে আর একপেশে হবে না, তার ইঙ্গিত বোধ হয় বিরোধীদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মিলে গেল। অন্তত তেমনই বলছে রাজনৈতিক মহল।
বিরোধীদের নতুন জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Development Inclusive Alliance)। অর্থাৎ INDIA। বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর মন্তব্যে সেই ছবিই ধরা পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুলের বক্তব্য, 'লড়াইটা বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে। লড়াইটা ভারত ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে।' এদিকে বেঙ্গালুরু থেকে এনডিএ জোটকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে NDA? বিজেপি তোমরা কি INDIA-কে চ্যালেঞ্জ জানাতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভাসবাসি। আমরা দেশপ্রেমী মানুষ।'
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সরকারকে গদিচ্যুত করতে জোটবদ্ধ লড়াইয়ের পথে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। বিহারের পর আজ দ্বিতীয় বিরোধী বৈঠক বসে ব্যাঙ্গালোরে। এরপর পরবর্তী বৈঠক হবে মুম্বাইয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊