Latest News

6/recent/ticker-posts

Ad Code

Opposition Meet: বিরোধীদের লড়াই কিসের বিরুদ্ধে? কি বললেন রাহুল?

Opposition Meet: বিরোধীদের লড়াই কিসের বিরুদ্ধে? কি বললেন রাহুল?

Breaking news


২৪-এ লোকসভা নির্বাচন। ভারতের মসনদ দখলের লড়াইয়ে বিজেপির বিরোধী দল বৈঠকে বসেছে। আজ বেঙ্গালুরুতে ছিল বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকের আগেও বিরোধীদের একজোট হয়ে লড়াই করবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল। তবে দ্বিতীয় বৈঠকের পর সেই সমীকরণ যেন স্পষ্ট হচ্ছে লড়াই করার পক্ষেই। 



বিভিন্ন রাজ্যের রয়েছে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ। সেই দিক থেকে বিচার করলে বিরোধী শিবিরের জোটবদ্ধ হওয়া অনেকটা কঠিনই মনে হয়েছিল। কিন্তু, বিজেপির বিরুদ্ধে লড়াইটা যে আর আলাদা আলাদা নয়, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বিরোধী শিবিরের বক্তব্যে। সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে তারা। প্রয়োজনে রাজ্যভিত্তিক বিভিন্ন টানাপোড়েনকে দূরে ঠেলে দিয়ে এই লড়াই শুরুর পথে পা বাড়িয়েছে বিরোধীরা। 



বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর মন্তব্যে সেই ছবিই ধরা পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুলের বক্তব্য, 'লড়াইটা বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে। লড়াইটা ভারত ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code