মহরম উপলক্ষ্যে দিন রাত এক করে চলছে তাজিয়া তৈরির কাজ 

Muharram tajia


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- মহরম উপলক্ষ্যে দিন রাত এক করে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় চলছে ঢাল তাজিয়া তৈরীর কাজ।




মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বব্যাপী মুসলমানরা নবি মহম্মদের নাতি এবং হযরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে শোক প্রকাশ করা হয় এই দিনে।



বিশ্বাস করা হয় যে, আশুরার দিনে আল্লাহ হযরত মুসা ও ইজরাইলের মানুষকে ফারাওর বাহিনীর থেকে রক্ষা করেন।



বহু মুসলমান এদিন মিছিলে অংশ নেন। কেউ কেউ নিজের দেহে আঘাত করে সেই ব্যথার অনুভূতি ফিরিয়ে আনেন এক সময়ে যে ব্যথা পেয়েছিলেন ইমাম হোসেন। সেই কষ্টই তাঁরা ভাগ করে নিতে চান।



প্রাথমিকভাবে কালো পোশাক পরে এবং মিছিলে অংশগ্রহণ করে তাঁরা দিনটি পালন করেন। মিছিলে ‘ইয়া আলি’ এবং ‘ইয়া হোসেন’ বলতে শোনা যায় তাঁদের।



কালা পাহাড়ি ঢাল কমিটির পক্ষ থেকে সেখ চাদ বলেন শুক্রবার বিকেলে বর্ধমান শহরের কার্জন গেট থেকে বোরহাট পর্যন্ত পরিদর্শন করবে। এবং শনিবার সকালে কার্জনগেট থেকে পার্কাস রোড পর্যন্ত যাবে। মহরম উপলক্ষ্যে ইতিমধ্যে শহরের কালা পাহাড়ি,লসকর দীঘি, পার্কাসরোড মসজিদ তলা, বোরহাট মসজিদ সহ শহরের বিভিন্ন এলাকার ঢাল তৈরীর কাজ চলছে দিন রাত এক করে।