মিষ্টি দোকানে আগুন, কারখানা সরানোর দাবি স্থানীয় বাসিন্দাদের

Fire on sweet shop



সিউড়ি পৌরসভার আঠারো নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লী পীরতলার সামনে সিউড়ি দুবরাজপুর রাজ্য সড়কের পাশে তেইশে জুলাই রবিবার দুপুরে "আস্তিক সুইটস" নামে একটি মিষ্টির দোকানের কারখানায় হঠাৎই গ্যাস লিক করে দোকানের ভিতরে আগুন লেগে ভিতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সব পুড়ে যায় । স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেয় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার মধ্যে কোন মানুষ না থাকায় কারো কোন ক্ষয়ক্ষতি হয় নি । এলাকাবাসীর দাবি শহরের ভিতরে কারখানা বন্ধ করে দেওয়ার জন্য পৌরসভাতে লিখিত অভিযোগ জানানো হয়েছিল কিন্তু দোকান মালিক তা উপেক্ষা করে কারখানাটি বন্ধ করেনি বা সরিয়ে নেয়নি । উল্টে দোকান মালিক কাউন্সিলরকে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । 



স্থানীয় বাসিন্দা শ্যামাপদ সিংহ বলেন, "ঘর থেকে বিকট শব্দ শুনে দৌড়ে এলাম । দুইমাস ধরে পৌরসভায় দরখাস্ত করা হয়েছে কারখানা সরানোর জন্য কিন্তু মালিক সরায় নি ।" 



কাউন্সিলর প্রসেনজিৎ মন্ডল বলেন, "পৌরসভা ব্যবসথা নেবে বারবার চিঠি দিয়েছে স্থানীয় বাসিন্দারা । আমি যতদিন কাউন্সিলর থাকবো এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো ।" 



'আস্তিক সুইটস' দোকানের মালিক আস্তিক দাস বলেন, "কাউন্সিলর আমার পিছনেই পড়ে আছে । কাউকে টাকা দেই নি । কারখানা সরিয়ে নেবো কিছুদিন সময় লাগবে ।"