চার নায়িকা ও এক নায়ককে 'মহানায়ক' সম্মান, পুরষ্কার প্রদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সোমবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে রাজ্য সরকারের আয়োজিত 'মহানায়ক' প্রদান সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, সোহিনী সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তীসহ আরও অনেকে। এদিন 'মহানায়ক' সম্মান প্রদান অনুষ্ঠানের আগে উত্তম কুমারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন চার নায়িকা ও এক নায়ককে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়। যে চার নায়িকা ‘মহানায়ক' সম্মানে সম্মানিত হন তাঁরা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হয় অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন।
এদিন বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয় অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক হরনাথ চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন।
বাংলা চলচ্চিত্রের শোভাময় মহীরুহ যাঁর অভিনয় তথা হাসির দ্যোতনায় সমগ্র বাঙালির হৃদয়ে মায়ার পুষ্পরাজি ফুটতো, সেই কিংবদন্তি, বাঙালির গর্ব ‘মহানায়ক’ উত্তমকুমারের প্রয়াণ দিবস আজ ধন ধান্য স্টেডিয়ামে তাঁর চরণ স্পর্শ করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা সর্বদা আমাদের নবীন শিল্পীদের উৎসাহ প্রদান করতে ইচ্ছুক। আমরা বিশ্বাস করি, নবীন-প্রবীণের সমন্বয়ে এই সমাজের প্রতিটি ক্ষেত্রের প্রগতি সম্ভব। আমি আশা করবো, আমার শিল্পী বন্ধুরা এইভাবেই বাংলার নাম গোটা দেশ তথা সমগ্র বিশ্বে উজ্জ্বল করতে থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊