ভর্তির ফি কমানোর দাবিতে কলেজে বিক্ষোভ, ফি যা-তাই আছে দাবি কলেজ কর্তৃপক্ষের

Sukanta college



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


সেমিস্টারের ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। এমনকি কলেজ পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।অভিযোগ অন্যান্য কলেজের থেকে সুকান্ত মহাবিদ্যালয়ের সেমিস্টারের ফি বেশি নেওয়া হচ্ছে।সোমবার কলেজ খুলতেই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অধ্যক্ষের ঘরের সামনে চলে বিক্ষোভ।



সেমিস্টারের ফি কমানোর দাবিতে বৈঠক চলে অধ্যক্ষের ঘরে।তবে দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে সমস্যার সমাধান না হতেই পড়ুয়ারা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে।প্রায় ২০ মিনিট ধরে চলে অবরোধ।পরবর্তী বৈঠকে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতারা। সেমিস্টারের ফি কমানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।



পড়ুয়াদের কথায় আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তাছাড়া অনেকটাই দূর থেকে এই কলেজে পড়তে আসি।আমাদের পক্ষে এত পরিমাণ টাকা একবারে দেওয়া সম্ভব নয়।আমরা চাই সেমিস্টারের ফি কমানো হোক।



তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায় বলেন, পড়ুয়াদের স্বার্থে আমাদের এই আন্দোলন।অনেক পড়ুয়াদের একবারে এত পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয়।দ্রুত সেমিস্টারের ফি কমাতে হবে।



এদিকে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন কলেজের অধ্যক্ষ ও পরিচালন সমিতির সভাপতি। অধ্যক্ষ নীলাংশুশেখর দাস বলেন, গতবছর ভর্তি ফি যা ছিল তাই আছে। কোনোরকম ফি বাড়ানো হয়নি। কিন্তু তারপরও পড়ুয়ারা কেন আন্দোলন করলো, বুঝতে পারলাম না।



অন্যদিকে এই বিষয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতির অপসারণের দাবি ওঠে। এবিষয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক নির্মল রায় বলেন, ওরা যদি ক্ষমতা দেখিয়ে সড়াতে পারে সড়াক।