অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি তুললেন সৌমিত্র খাঁ

Abhishek Banerjee



অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি তুললেন সৌমিত্র খাঁ। শুধু দাবি তোলাই নয় সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। সংবিধানের অপমানের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবিতে সরব সৌমিত্র খাঁ। তিনি ওম বিড়লাকে এই মর্মে একটি চিঠি দিয়েছেন। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে, এখনই ওনার সাংসদপত্র খারিজ করা উচিত। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিষয়টা দেখা উচিত।”



রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি হিংসা হানাহানির ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক অনেকে আহত অবস্থায় ভর্তি। শুক্রবার আহত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি বিচারব্যবস্থার একাংশ নিয়ে যথেষ্ট উষ্মাপ্রকাশ করলেন তিনি। তিনি অভিযোগ করেন, হিংসায় অভিযুক্তদের ‘হাই কোর্টের সুরক্ষাকবচ’ রয়েছে বলে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না। চ্যালেঞ্জের সুরে তাঁর বক্তব্য, ”বিজেপিকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ কাজ করছেন। দরকার হলে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করুন, এসব বলছি বলে।”



অভিষেকের এই মন্তব্যের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বিচারব্যবস্থাকে অপমানের অভিযোগ তুলে সাংসদ পদ খারিজের দাবি তুললেন সৌমিত্র খাঁ।